বাংলাদেশে এই সেক্টর থেকে বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে প্রতি বছর। সরকারের দায়িত্ব রয়েছে অনেক। কিন্তু.........
আন্তর্জাতি জাহাজ চলাচলের রুট সরকার নিয়ন্ত্রণ করে না। সোমালিয়ার দস্যুদের সরকার জাহাজ ছিনতাই করতে বলেনি। তাও সরকার সব চেষ্টা করেছে। আমার প্রশ্ন জাহাজ মালিকদের লোভ। কেন তারা প্রতিটি জাহাজকে আধুনিক ওয়েপন দিয়ে ও ফুল ফোর্স দিয়ে ইন্টারন্যাশনাল রুটে পাঠান না? টাকা সেইভ হবে তাই না? আমার পরামর্শ:
১। প্রতিটি জাহাজে ফায়ার ওয়েপন, পাওয়ারফুল লেজার ওয়েপন, ওয়াটার কামান, ফায়ারিং ড্রোন, আননোন অবজেক্ট কাছে এলেই হাই এলার্ম সিস্টেম রাখতে হবে বাধ্যতামূলক।
২। ইউ এন মিশনের মতো 6 জন বাংলাদেশে নেভি থেকে নিয়োগ দিতে হবে যারা ফুলি লোডেড থাকবে সব আধুনিক ওয়েপন নিয়ে এবং যাদের কমান্ডো ট্রেনিং থাকবে। জাহাজ মালিক কর্তৃপক্ষ এই খরচ বহন করবে।
৩। এসিড কামান রেডি থাকতে হবে। মিনিমাম ১০টা।
৪। আন্তর্জাতিক মহল সচেতন কবে হবে তার আগে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে।
৫। সরকারের একটি বডি থাকবে যারা প্রতিটি জাহাজের পূর্ণ প্রস্তুতি পরীক্ষা করে দেখবে।
নোট: আমার আইডিয়াগুলো কিছু হলেও কাজে আসবে। শেয়ার করুন। কমেন্টে আপনার মতামত জানান।
No comments:
Post a Comment